দুমকিতে নদীর পার থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৫ জনকে আটক

 

- বিজ্ঞাপন -

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের পায়রা নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ট্রলারসহ পাঁচ শ্রমিককে আটক করেছে দুমকি থানা পুলিশ।

শনিবার (২৭সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ সংলগ্ন নদীর পাড়ে অবৈধভাবে মাটি কাটার সময় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, নাসির হাওলাদার (৩৫)নুর হোসেন (২৯) আবুল বাসার (৪০)আবদুস ছালাম (৪৫)মো: সহিদুল (৪০) তারা সকালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নারয়াঙ্গল গ্রামের বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাটি কাটার সরঞ্জাম এবং ট্রলারসহ পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়। তবে মাটি কাটার মূল হোতা বা প্রভাবশালী ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জাকির হোসেন জানান, আটক শ্রমিকদের বিরুদ্ধে খনিজ সম্পদ ও পরিবেশ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button