দুমকিতে টলি–অটোর সংঘর্ষে যুবকের মৃত্যু

পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে টলি ও অটোর মুখোমুখি সংঘর্ষে পুকুরের পানিতে পড়ে সিয়াম (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আমির হোসেন রাস্তার মাথা এলাকার গ্রামীণ ব্যাংক সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

‎জানা যায়, নিহত সিয়াম পটুয়াখালী সদর উপজেলার কুড়িপাইকা এলাকার আবু ইউসুফ হাওলাদারের ছেলে। টলি ও অটোর মুখোমুখি সংঘর্ষে অটো পুকুরে পড়ে গেলে সিয়াম পানিতে চাপা পড়ে সিয়াম। পরবর্তীতে এক মহিলা দেখেতে পেলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে

- বিজ্ঞাপন -

দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পৌছানোর আগেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।ঘটনাস্থলে পুলিশ কাজ করছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button