দুমকিতে গাঁজাসহ যুবক আটক

পটুয়াখালীর দুমকিতে মোঃ রুবেল হোসেন নামে এক যুবককে গাঁজা সহ আটক করেছে পুলিশ।
আটককৃত মোঃ রুবেল হোসেন (২৫)উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী এলাকার ৪নং ওয়ার্ডের মোঃ জাকির হোসেন চৌকিদারের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
সোমবার রাতে উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাদক রুবেলকে গাঁজাসহ আটক করা হয়।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।
আপনার মন্তব্য লিখুন