দুমকিতে আওয়ামিলীগের দুই নেতা গ্রেফতার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ডেভিল হান্ট ফেজ-২ অভিযানে উপজেলা শ্রমিকলীগ ও কৃষকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে পিরতলা বাজার থেকে কৃষক লীগ নেতা ও দুপুর আড়াইটায় শ্রমিক লীগ নেতাকে আটক করা হয়।

- বিজ্ঞাপন -

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন পিরতলা বাজারের সুবর্ণা জুয়েলার্সের মালিক ও উপজেলা কৃষকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জল কুমার দাস (৪৫)। দুমকি থানার এসআই নুরুজ্জামান তাকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।

অপর গ্রেফতারকৃত হলেন উপজেলা শ্রমিকলীগের সভাপতি মোঃ মোশারফ হাওলাদার। তাকে শ্রীরামপুর ইউনিয়নের চরবয়ড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় উজ্জ্বল কুমার দাসকে এবং মোঃ মোশাররফ হোসেন হাওলাদারকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button