দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা হাসপাতালের স্টোররুমে আগুন, পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

পটুয়াখালীর গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর একান্ত সচিব এবং বিশ্বস্বাস্থ্য–২ শাখার সিনিয়র সহকারী সচিব মহিউদ্দিন আল হেলাল।

- বিজ্ঞাপন -

শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে হাসপাতালের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, অবকাঠামোগত অবস্থা, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্টোর কক্ষসহ স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার বিভিন্ন দিক ঘুরে দেখেন। পাশাপাশি চিকিৎসক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং রোগীদের সেবা প্রদান ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে মহিউদ্দিন আল হেলাল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের সকল সরকারি চিকিৎসা প্রতিষ্ঠান পরিদর্শন একটি রুটিন কার্যক্রম। পটুয়াখালী ও ভোলা জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে আমি এখানে এসেছি। এটি একটি নিয়মিত পরিদর্শন, যার উদ্দেশ্য হলো হাসপাতালের সেবার মান, কার্যক্রম এবং অবকাঠামোগত সমস্যাগুলো চিহ্নিত করা।
তিনি আরও বলেন, পরিদর্শনের মাধ্যমে একটি অফিসিয়াল রিপোর্ট তৈরি করা গেলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করা সম্ভব। সম্প্রতি হাসপাতালের স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। তাদের দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে, যাতে স্বাস্থ্যসেবায় কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

উল্লেখ্য, স্বাস্থ্যসেবা প্রদানের মানোন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে বরিশাল বিভাগের পটুয়াখালী ও ভোলা জেলার বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত পরিদর্শনের জন্য পরিদর্শনকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এই দায়িত্বে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বিশ্বস্বাস্থ্য–২) মহিউদ্দিন আল হেলাল।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button