দায়িত্বহীনতার অভিযোগে বরখাস্ত দুমকি উপজেলার এমএলএসএস মিজান

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকি উপজেলা পরিষদের অফিস সহায়ক (এমএলএসএস)দীর্ঘদিনের দায়িত্বে গাফিলতি, অফিসে অনুপস্থিতি, একের পর এক অভিযোগে বরখাস্ত করা হয়েছে মিজানুর রহমানের।
বরখাস্তকৃত অফিস সহায়ক মিজানুর রহমান উপজেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তালুকদার বাড়ির বাসিন্দা।
উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ৩০ জুন ২০২৫ থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
সূত্রের খবর, ২০১১ সালের ১৬ মার্চ থেকে উপজেলা পরিষদে কর্মরত মিজানুর রহমান প্রায়ই বিনা নোটিশে কর্মস্থল থেকে গায়েব থাকতেন। ২০২০ সালেও তাকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু তবুও একইভাবে তার দায়িত্বে অবহেলা চলতেই থাকে।
এছাড়াও, মোবাইল ফোন বন্ধ রেখে ‘গোপনে’ ছুটি কাটানো, স্থানীয়দের কাছ থেকে আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ, দফায় দফায় তদন্ত—সব মিলিয়ে চাকরিতে টিকে থাকা ছিল শুধু সময়ের অপেক্ষা।
, উপজেলা পরিষদের নিয়ম অনুযায়ী, তার কর্মকাণ্ডকে ‘গুরুতর অপরাধ’ বলে ধরা হয়। বিধি অনুযায়ী স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয় তাকে। বরখাস্তের পাশাপাশি ভবিষ্যতে উপজেলা পরিষদের কোনও চাকরির ক্ষেত্রেও অযোগ্য ঘোষণা করা হয়েছে তাকে।
এ বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান জানান, বরখাস্তের চিঠি হাতে পেয়েছি । আমি এখন আর অফিসে যাচ্ছি না।
উপজেলা নির্বাহী অফিসার আবুজার মোঃ ইজাজুল হক বলেন, উপজেলা পরিষদের নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আপনার মন্তব্য লিখুন