দশমিনায় সড়ক দুর্ঘটনায় যুবকের মর্মান্তিক মৃত্যু

সাব্বির সরদার , স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর দশমিনা উপজেলায় সড়ক দুর্ঘটনায় রাজিব (২৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাজিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজিব মোটরসাইকেল নিয়ে হাজিকান্দা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রাজিব উপজেলার পাকারমাতা এলাকার মাহবুল সরদারের ছেলে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দশমিনা থানা পুলিশ জানায়, দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
আপনার মন্তব্য লিখুন