For Advertisement

দলের নেতারা কে কোথায় ঈদ করবেন, জানালো জামায়াত

২৮ মার্চ ২০২৫, ৪:১১:৩৬

দলীয় নেতাদের কে কোথায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সেটি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৮ মার্চ) জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে মুজিবুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলের আমীর ডা. শফিকুর রহমান ঢাকায় নিজ বাড়িতে, নায়েবে আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান মক্কায়, নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ বাড়িতে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন।

এতে আরও বলা হয়েছে, সাবেক এমপি মাওলানা শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিজ বাড়িতে, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার খুলনার খানজাহান আলী থানায় নিজ বাড়িতে, সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম কুমিল্লা জেলার লাকসাম উপজেলার নারায়ণপুর গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার নওকৈড় গ্রামে, সহকারী সেক্রেটারি জেনারেল সাবেক এমপি হামিদুর রহমান আযাদ ঢাকার বসুন্ধরায়, এড. এহসানুল মাহবুব জুবায়ের মক্কায়, এড. মোয়াজ্জম হোসাইন হেলাল বরিশালে নিজ বাড়িতে ঈদ উদযাপর করবেন।

এছাড়া মাওলানা মো. শাহজাহান চট্টগ্রাম মহানগরীতে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এড. মতিউর রহমান আকন্দ ঢাকার উত্তরায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: