তিন দিন ধরে ঘরে পড়ে ছিল অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইসমাইল মাস্টারের মরদেহ, সংবাদ সংগ্রহে বাধা

গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া এলাকায় নিজ বাসা থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইসমাইল মাস্টার (৮০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ । তিনি হুগল বুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা ঘরে উপস্থিত ছিলেন না। তার স্ত্রী মোসা: রিজিয়া বেগম জানান, মো. ইসমাইল মাস্টার প্রায় চার বার স্ট্রোক করেছিলেন। ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে সেখানে মৃত্যুবরণ করেন এবং মরদেহটি প্রায় তিন দিন ধরে ঘরে পড়ে ছিল।

- বিজ্ঞাপন -

উল্লেখ্য, সংবাদ সংগ্রহ করতে গেলে ঘটনাস্থলে সংবাদকর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে নুরুজ্জামান নামের এক যুবকের বিরুদ্ধে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি সংবাদকর্মীকে ধাক্কা দিয়ে বের করে দেন।

জানা গেছে, নুরুজ্জামান গলাচিপা সততা মোটরস শোরুমে কর্মরত এবং নিহতের পরিবারের সঙ্গে তার কোনো আত্মীয়তার সম্পর্ক নেই।

ঘটনাটি স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সচেতন মহল মনে করছেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া অনাকাঙ্ক্ষিত ও নিন্দনীয়।

 

- বিজ্ঞাপন -

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button