‘তারেক রহমান প্রধানমন্ত্রী, জামায়াতের আমীরকে উপ-প্রধানমন্ত্রী করার প্রস্তাব’

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্য ও সংহতি পরিষদের আয়োজনে “বাংলাদেশের কাঙ্খিত আগামীর জাতীয় সরকারের উপরেখা” বিষয়ে নাগরিক ভাবনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমানকে উপপ্রধানমন্ত্রী করে জাতীয় সরকার গঠনের প্রস্তাব উপস্থাপন করা হয়।

- বিজ্ঞাপন -
এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি এবং ডক্টর বদির আলম মজুমদারকে উপরাষ্ট্রপতি করার প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত জাতীয় সরকারের কাঠামো অনুযায়ী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী পদে আসবেন বিভিন্ন দল ও ব্যক্তিত্বরা — বিএনপির ২৫%, জামাতের ২০%, এনসিপির ১৫%, ইসলামী আন্দোলনের ৫%, বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ১০% এবং বাকি দলগুলো থেকে ২৫% প্রতিনিধির অংশগ্রহণ থাকবে।

সভায় বক্তারা বলেন, জাতীয় সরকারের মাধ্যমে দেশের সুশাসন ও রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সাথে সংবিধানের শক্তিশালী প্রধানমন্ত্রী ক্ষমতা পুনর্বিন্যাস করে রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রীর মধ্যে দায়িত্ব ও ক্ষমতার সুষম বন্টন আনা হবে।

টাইমস ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টির ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ জয়নুল আবেদিন প্রধান অতিথির বক্তব্য দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী এসএফ ফরমানুল ইসলাম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডক্টর সাবের আহমেদ চৌধুরীসহ অন্যান্য বিশিষ্টজনও বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button