তারেক রহমানের নেতৃত্বে চললে দেশে কোনো সন্ত্রাসীর স্থান হবে না: দুলু

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু মন্তব্য করেছেন যে তারেক রহমানের নেতৃত্বে চললে দেশে আর কোনো সন্ত্রাসী, মাস্তান, জঙ্গি, চরমপন্থীর স্থান হবে না। মঙ্গলবার (১০ জুন, ২০২৫) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রক্ষপুর ইউনিয়ন যুবদলের সভাপতি জাহাঙ্গীর হোসেনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

- বিজ্ঞাপন -

দুলু অভিযোগ করেন, শেখ হাসিনা বাংলাদেশকে একটি ‘সন্ত্রাসী রাষ্ট্রে’ পরিণত করে রেখেছিলেন। তিনি বলেন, ৫ আগস্ট (বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের একটি ঐতিহাসিক তারিখ) যদি শেখ হাসিনা ‘চোরের মতো পালিয়ে না যেতেন,’ তাহলে ‘তার দেহ মাংস মানুষ খুঁজে পেতো না,’ যা জনগণের ক্ষোভের মাত্রা বোঝায়। তিনি আরও অভিযোগ করেন যে শেখ হাসিনা এবং তার ‘নিষিদ্ধ দল’ আওয়ামী লীগের নেতাকর্মীরা সারাদেশে সাধারণ মানুষের ওপর অপরিসীম নিপীড়ন ও অত্যাচার চালিয়েছে।

এই বিএনপি নেতা আওয়ামী লীগের বিরুদ্ধে ভোট কারচুপি, ‘দিনের ভোট রাতে করা,’ গুম, টেন্ডারবাজি এবং সন্ত্রাসীদের আশ্রয় দেওয়ার অভিযোগ তোলেন। তিনি দাবি করেন যে তারা ক্ষমতা ছেড়ে ‘চোরের মতো পালিয়ে জীবন বাঁচিয়েছে।’ দুলু পুনরায় জোর দিয়ে বলেন যে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চললে দেশে আর কোনো সন্ত্রাসী, মাস্তানি, জঙ্গি বা চরমপন্থীর স্থান থাকবে না।

পীরগাছা স্কুলমাঠে আয়োজিত স্মরণ সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ অন্যান্য বিএনপি ও যুবদল নেতারা উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button