ডিসি-এসপিদের লটারির মাধ্যমে বদলি করা হোক: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি জানিয়ে বলেছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচনে লটারির মাধ্যমে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বদলি করা হোক। যার যেখানে ভাগ্যে আছে, সেখানে সে চলে যাবে। এটি নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না।

- বিজ্ঞাপন -

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপে এ দাবি তুলে ধরেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা লটারির বিষয়টি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গেও কথা বলেছিলাম, সেখান থেকে কোনো স্পষ্ট বার্তা আসেনি।  আপনারা লক্ষ্য করেছেন যে, এক মাসও হয়নি, ২০ দিনও হয়নি, একজন ডিসি চলে গেলেন। সেটিও হঠাৎ করে। আবার এক সপ্তাহের মধ্যে অনেককে রদবদল করা হয়েছে। এটার পেছনে মনে হয় যেন কোনো একটা ডিজাইন বা একটা উদ্দেশ্য আছে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশনই হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য তফসিল ঘোষণার পর আমাদের একমাত্র আস্থার জায়গা। সেখানে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই—ইতোপূর্বে দু-একটি ইলেকশন কমিশনের সময় দেখেছি, তফসিল ঘোষণার পরই একদিনে, এক রাতে সব ডিসি-এসপিদের রদবদলের ঘটনা ঘটেছে। তাতে কিন্তু আস্থা ছিল, কমপ্লেন ছিল না। এ রকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে, এটা একটা পরিকল্পিত ইন্টেনশন।

সংলাপে আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনার উপস্থিত ছিলেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button