For Advertisement

ডাকাতের ভয়ে অসুস্থ গৃহকর্তা, পানি খাইয়ে ডাকাতদের অভিনব লুট

২৯ এপ্রিল ২০২৫, ৮:০৭:৩৩

 

আসাদুল্লাহ হাসান মুসা : পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ এপ্রিল) গভীর রাতে মুখোশধারী একদল ডাকাত স্থানীয় ওষুধ ব্যবসায়ী সোবাহান হাওলাদার (৬০) ও তার ভাতিজা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে।

অবিশ্বাস্য হলেও সত্য, ডাকাতদের উপস্থিতিতে আতঙ্কে অসুস্থ হয়ে পড়া গৃহকর্তা সোবাহান হাওলাদারকে ডাকাতরাই পানি পান করিয়ে সেবার চেষ্টা করেন। পরে তারা তার ঘরের আলমারির তালা ভেঙে এক ভরি স্বর্ণের চেইন, ১০ হাজার টাকা ও অন্যান্য মূল্যবান মালামাল নিয়ে যায়।

একই রাতে জহিরুল ইসলামের আধাপাকা ঘরের দরজা ভেঙে ঢুকে পরিবারের সদস্যদের চোখ-মুখ বেঁধে ফেলে ডাকাতেরা। এরপর ঘরের আসবাবপত্র তছনছ করে নগদ ১৮ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকার লুট করে তারা।

ভুক্তভোগীরা জানান, দুই বাড়ি মিলিয়ে প্রায় সাড়ে তিন ভরি স্বর্ণালংকার, ৩৮ হাজার টাকা এবং বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট হয়েছে। ডাকাতদল প্রায় দেড় ঘণ্টা ধরে তাণ্ডব চালায়।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: