ডক্টর মাসুদের প্রচেষ্টায় বাউফলে এক ইউনিয়নে দুই রাস্তা সংস্কারে ৭ কোটি টাকা বরাদ্দ

বাউফলের নাজিরপুর ইউনিয়নে গুরুত্বপূর্ণ দুইটি রাস্তা সংস্করের জন্য ৭ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বাউফল আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের প্রচেষ্টা কারণে এ টাকা বরাদ্দ দেয়া হয়। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
বরাদ্দপ্রাপ্ত টাকা দিয়ে নুরাইনপুর থেকে সুলতানাবাদ হয়ে বাংলাবাজার পর্যন্ত ৫ দশমিক ৩ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ৫ কোটি ও তাঁতেরকাঠি মাঝের খেয়া থেকে ধানদীর দিকে ২ দশমিক ৫ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এই দুটি রাস্তা দুইটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় থাকায় নাজিরপুর ইউনিয়নের মানুষ চলাচলে ভোগান্তির শিকার হতো।
প্রকল্পগুলো বাস্তবায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতি ঘটবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন স্থানীয়রা।
নাজিরপুর ইউনিয়নবাসী এই উন্নয়ন বরাদ্দের জন্য ডক্টর মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে|
নাজিরপুর বাজারের ব্যবসায়ী আব্দুল কাদের বলেন,
“এই রাস্তাগুলোর অবস্থা এত খারাপ ছিল যে মালামাল আনা–নেওয়াই কষ্টকর হয়ে পড়েছিল। এখন সংস্কার হলে ব্যবসা-বাণিজ্যে বড় সুবিধা হবে। ডক্টর মাসুদের এই উদ্যোগের জন্য আমরা কৃতজ্ঞ।”
নূরাইনপুর এলাকার বাসিন্দা ও কৃষক রফিকুল ইসলাম বলেন,
“বর্ষাকালে রাস্তায় হাঁটা যেত না, ধান নিয়ে বাজারে যেতে অনেক কষ্ট হতো। এই রাস্তা ঠিক হলে আমাদের মতো কৃষকদের জীবন অনেক সহজ হবে।”
সুলতানাবাদ গ্রামের গৃহবধূ শিউলি বেগম বলেন, “রোগী নিয়ে হাসপাতালে যেতে ভোগান্তির শেষ ছিল না। রাস্তা ভালো হলে জরুরি সময়ে দ্রুত চিকিৎসা নেওয়া সম্ভব হবে।”
স্থানীয় যুবক ও শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, “কলেজে যেতে প্রতিদিন কাদা আর গর্তের সঙ্গে লড়াই করতে হতো। উন্নত রাস্তা হলে পড়াশোনার পরিবেশও ভালো হবে।”
স্থানীয়রা আশা প্রকাশ করেন, দ্রুত সময়ের মধ্যে প্রকল্পগুলোর কাজ শুরু ও সঠিক মান বজায় রেখে বাস্তবায়ন করা হবে।




আপনার মন্তব্য লিখুন