টাকার বিনিময়ে পায়রা সেতুতে ওভারলোড ট্রাক পারাপারের অভিযোগ

পায়রা সেতুর টোল প্লাজায় ওভারলোড মালবাহী ট্রাক থেকে অতিরিক্ত অর্থ আদায় করে পারাপারের অনুমতি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে পটুয়াখালীগামী একটি ওভারলোড ট্রাক থেকে ৩ হাজার ৪শ টাকা আদায়ের পর ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

- বিজ্ঞাপন -

অভিযোগ সূত্রে জানা যায়, পায়রা সেতুর উত্তর প্রান্তে ওজন স্কেলে ওভারলোড যানবাহন আটকে অতিরিক্ত অর্থ আদায় করে একটি টোকেন দেওয়া হয়। ওই টোকেন দেখিয়ে টোল প্লাজা পার হয়ে নির্বিঘ্নে দক্ষিণাঞ্চলের নির্দিষ্ট গন্তব্যে চলে যায় ট্রাকগুলো। একইভাবে দক্ষিণ থেকে উত্তরাঞ্চলগামী ওভারলোড যানবাহন থেকেও অতিরিক্ত অর্থ আদায় করে টোকেন দেওয়া হয়।

ঘটনার সময় স্থানীয়রা কুষ্টিয়া ট-১১-১৪৯৩ নম্বরের একটি ওভারলোড ট্রাক আটক করে ওজন স্কেলে তোলে। এতে দেখা যায়, ট্রাকটির ধারণক্ষমতা ২২ টন হলেও এতে প্রায় ২৮ টন মাল বহন করা হচ্ছিল। অতিরিক্ত ৬ টনের জন্য নির্ধারিত টোলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করে টোকেন দেওয়া হয়েছে বলে অভিযোগ।

আটক হওয়া ট্রাকের চালক ইব্রাহীম মিয়া বলেন, অতিরিক্ত ৬ টনের জন্য আমাকে ৩ হাজার ৪শ টাকা দিতে হয়েছে। পায়রা সেতুতে এভাবে ওভারলোড ট্রাক পারাপার এখন নিয়মিত ঘটনা।

এ বিষয়ে পায়রা সেতুর ওজন স্কেলের দায়িত্বে থাকা টোলকর্মী মামুন অতিরিক্ত ওজন থাকার বিষয়টি স্বীকার করেছেন।

- বিজ্ঞাপন -

এ প্রসঙ্গে পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জামিল হোসেন বলেন, এরকম অভিযোগ প্রায়শই শুনি কিন্ত তথ্য প্রমাণের অভাবে ব্যবস্থা গ্রহণ সম্ভব হয় না। আপনার কারে ট্রাক নম্বরসহ সুনির্দিষ্ট তথ্য প্রমান থাকলে হোয়াটআপে দিয়ে দেন, আজকেই বিষয়টি চেক করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button