জামায়াত ইসলামীর উদ্যোগে কুয়াকাটায় বজ্রপাত থেকে রক্ষায় তালগাছ রোপন

পর্যটন কেন্দ্র কুয়াকাটা ও দর্শনীয় এলাকায় পর্যটক ও সাধারণ মানুষকে বজ্রপাত থেকে রক্ষায় তালগাছ রোপন,ছায়ার জন্য বটগাছ, ও ওষুধিও গাছের কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী কুয়াকাটা পৌরসভা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সমুদ্রের মাঝে জেগে উঠা অপরূপ সৌন্দর্য চর বিজয় (দ্বিতীয় সেন্টমার্টিন)এলাকায় দুই হাজার তালগাছ, খেজুর গাছ, বটগাছ ও ঔষধিও গাছ রোপন এর কর্মসূচির উদ্ভোদন করেন।
এসময় নেতাকর্মীরা সমুদ্রের মাঝে জেগে ওঠা চর বিজয় কয়েক হাজার তালের বিচি রোপন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কুয়াকাটা পৌর জামায়াতের সাবেক আমির ও মহিপুর থানা ইমাম সমিতির সভাপতি মাওলানা মঈনুল ইসলাম মান্নান,প্রচার সম্পাদক আঃ কাদির মিয়া,৬ নং ওয়ার্ড সভাপতি বশির আল হেলাল, পৌর যুব সহ-সভাপতি আলাউদ্দিন মুসুল্লি,ফিরোজ আহমেদ বুলবুল, মোঃ আঃ মুছা,ডাঃ হালিম সহ স্থানীয় জামায়াত ইসলামী ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, চর বিজয় দুই হাজার এবং কুয়াকাটা পৌরসভায় ১০ হাজার গাছ রোপন করবে এই কর্মসূচির আওতায়। এছাড়াও লেম্বুরবন, গঙ্গামতি এলাকায় তাঁদের বিভিন্ন ফলজ, বনজ ও ঐষধিবগাছ রোপনের কর্মসূচিও নিয়েছে তাঁরা।
আপনার মন্তব্য লিখুন