জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষ্যে পটুয়াখালীতে জেলা তথ্য অফিসের সড়ক প্রচার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে নির্বাচনী আচরণবিধি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তরুণ ও নারী ভোটারদের ভোটদান ও গণভোটে অংশগ্রহণে উদ্বুদ্ধ করার লক্ষ্যে সড়ক প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

- বিজ্ঞাপন -

আজ পটুয়াখালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় এ সড়ক প্রচার কার্যক্রম পরিচালনা করে জেলা তথ্য অফিস, পটুয়াখালী। কর্মসূচিটির আয়োজন করে গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সড়ক প্রচার চলাকালে নির্বাচনী আচরণবিধি মেনে চলা, অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান এবং গণভোটে সক্রিয় অংশগ্রহণের বিষয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও প্রচার চালানো হয়। এতে তরুণ ও নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button