জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বসত ঘরে আগুন

পটুয়াখালীর বাউফলে রাতের আঁধারে এক সংখ্যালঘু পরিবারের বসতঘর আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। ভুক্তভোগী পরিবার অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন রাতের আঁধারে ঘরে আগুন দেয়। শুক্রবার রাত আড়াইর দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, দক্ষিণ বিলবিলাস গ্রামের গৌরাঙ্গ এবং তরঙ্গ মিস্ত্রির পৈত্রিক সুত্রে মালিক । একই বাড়ির প্রিয়লাল মিস্ত্রির সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তিনটি রায়ের গৌরাঙ্গ ও তরাঙ্গ আদালতে পেয়েছে। সেই বিরোধের জেরেই তরঙ্গ মিস্ত্রির বসত ঘরে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা পরে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। রাতেই ঘটনাস্থল পরির্দশন করেছেন বাউফল থানা পুলিশ।
এবিষয়ে ভুক্তভোগী তরঙ্গ মিস্ত্রি বলেন, আমার পৈত্রিক জমিতে দীর্ঘদিন ধরে বসত করে আসছি। এই জমি নিয়ে বিরোধ চলছে। যা নিয়ে আদালতে মামলাও চলমান। মামলায় আমাদের পক্ষে রায় হয়। পরে তারা (প্রতিপক্ষ) উচ্চ আদালতে আপিল করে। আপলি করলে আদালত মামলায় পুনরায় নিন্ম আদালতে প্রেরণ করেন। এই বিষয়টি আমাদের কাছে গোপন রাখা হয়। আমাদের উকিলও আমাদের জানায়নি। যার পরিপ্রেক্ষিতে তারা (প্রতিপক্ষ) এক তরফা রায় নিয়ে আসেন। তাই তারা আমাদের জমি দখলে নিতে ঘরে আগুন লাগিয়ে দেয়।
তরঙ্গ মিস্ত্রির স্ত্রী সুমিতা রাণী বলেন, গভীর রাতে আমাদের ঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন দেখে ডাক চিৎকার দিয়ে বাহিরে লাফিয়ে পড়ি। তখন প্রিয় লালের ছেলেরা লোকজন নিয়ে আমাকে ও আমার ঝা কে মারধর করে।
অভিযোগের বিষয়ে অস্বীকার করে প্রিয় লাল। তিনি বলেন, আমরা কারো ঘরে আগুন দেইনি। এসব মিথ্যা অভিযোগ।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আখতারুজ্জামন বলেন, আগুনের কথা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠাই,এর পরে তারা আদালত থেকে উচ্ছেদের আদেশ আনে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button