জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না: হাসনাত

ন্যাশনাল কমিটি ফর পিস (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, স্বাধীনতা ও সংগ্রামের আদর্শ রক্ষায় অঙ্গীকারবদ্ধ থাকতে হবে। যারা কোনো বিষয়ে ‘কবুল’ বলে অঙ্গীকারবদ্ধ হয়েছে, তাদের সেই ‘সংসার’ও করতে হবে।

- বিজ্ঞাপন -

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে কুমিল্লার লাকসাম বাইপাসে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এনসিপি লাকসাম উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই পথসভা।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “নাসির ভাই আজকে বলেছেন, সংসার যদি না-ই করবা, কবুল কেন বললা? কবুল যেহেতু বলেছেন, কাবিনে স্বাক্ষর করেছেন, আপনাকে সংসারও করতে হবে।”

তিনি জোর দিয়ে বলেন, যদি কেউ সংস্কারে প্রস্তুত না থাকে, তবে জনগণের সামনে তা স্পষ্ট করতে হবে। “জনগণকে বোকা বানিয়ে সংস্কারের বিপক্ষে অবস্থান নেওয়া যাবে না,” মন্তব্য করেন তিনি। তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই সনদ যখন ব্যর্থ হচ্ছিল, তখন এনসিপি তাতে স্বাক্ষর করেনি।

এনসিপি নেতা অভিযোগ করেন, প্রশাসনকে আবারও জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, আগস্টের পরে গঠিত পুলিশ সংস্কার কমিশন আলোর মুখ দেখেনি।

- বিজ্ঞাপন -

তিনি প্রশাসনের উচ্চ পর্যায়ে রদবদল নিয়েও কঠোর সমালোচনা করেন। “সচিবালয়ে বসে ডিসি ভাগাভাগি, এসপি ভাগাভাগি চলছে। এই রুটি ভাগাভাগি নিয়ে কেউ যদি নির্বাচনের দিকে যায়, আমরা জনগণকে নিয়ে শক্ত হাতে প্রতিহত করব।”

বিগত নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, যে সকল ডিসি, এসপি, ইউএনও, এসআই নির্বাচনে রেফারির ভূমিকায় ছিলেন, তারা পরে ‘খেলোয়াড়’ হয়ে গেছেন। ভবিষ্যতে এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে তিনি সতর্ক করেন। যারা ব্যালট, ভোট ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের চিহ্নিত করার আহ্বান জানান তিনি।

হাসনাত আব্দুল্লাহ এমন একটি বাংলাদেশের স্বপ্ন ব্যক্ত করেন, যেখানে সকল জেলার মানুষ সমান সুবিধা পাবে। তিনি বলেন, “আমরা এমন বাংলাদেশ চাই যেখানে গোপালগঞ্জ, বগুড়ার কেউ আলাদা সুবিধা পাবে না, কুমিল্লা নামের কারণে নিষ্পেষিত হবে না।”

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button