জকসুতে ৮ টি বিভাগের ফলাফল প্রকাশ, এগিয়ে শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯ টি কেন্দ্রের মধ্যে ৮ টি বিভাগের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি, জিএস, এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।
আজ বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এক আংশিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ ফল প্রকাশ করা হয়।
জানা যায়, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফ্যামেসি, লোকপ্রশাসন, ফিন্যান্স, অনুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিএসই—এই ৮ বিভাগের ফলাফলে এগিয়ে রয়েছে শিবির-সমর্থিত প্যানেল।
ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্যের রিয়াজুল ইসলাম ১০০, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব ৯১; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৯০, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৪৫; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৯৮, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫।
নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ১১৮; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৭৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১০২, তানজিল (ছাত্রদল) ১২৬।
লোক প্রশাসন বিভাগের ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২২, রাকিব (ছাত্রদল) ১৩২; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল (ছাত্রদল) ৬২; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৩০, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ১০৬।
ফার্মেসী বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৭৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ৫৩; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৮৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ২৬; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৭৮, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫ ভোট পেয়েছেন।
ফিন্যান্স বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১৩৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ২৩১; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ১৬৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১১৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৬৩, তানজিল (ছাত্রদল) ১৭৮।
অনুজীব বিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৮৭, এ কে এম রাকিব (ছাত্রদল) ৪৬; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ৮৫, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩২; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৮১, তানজিল (ছাত্রদল) ৪০।
জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৫১, এ কে এম রাকিব (ছাত্রদল) ৩৯; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ৪৬, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১৮; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৪২, তানজিল (ছাত্রদল) ৩০।
সিএসই বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১০৬, এ কে এম রাকিব (ছাত্রদল) ৯৪; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ১১২, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৫৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১০৫, তানজিল (ছাত্রদল) ৮০।
এখন পর্যন্ত প্রকাশিত ৮টি কেন্দ্রের মোট ফলাফল:
ভিপি পদে—রিয়াজুল ইসলাম: ৮০৯ (শিবির), এ কে এম রাকিব: ৮০৪ (ছাত্রদল)।
জিএস পদে—আব্দুল আলিম: ৭৯১ (শিবির), খাদিজাতুল কুবরা: ৪২১ (ছাত্রদল)।
এজিএস পদে—মাসুদ রানা: ৭৯৬ (শিবির), তানজিল: ৬৪৯ (ছাত্রদল)।




আপনার মন্তব্য লিখুন