জকসুতে ৮ টি বিভাগের ফলাফল প্রকাশ, এগিয়ে শিবির

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯ টি কেন্দ্রের মধ্যে ৮ টি বিভাগের ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি, জিএস, এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত অদম্য জবিয়ান প্যানেল।

- বিজ্ঞাপন -

আজ বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে এক আংশিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ ফল প্রকাশ করা হয়।

জানা যায়, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফ্যামেসি, লোকপ্রশাসন, ফিন্যান্স, অনুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিএসই—এই ৮ বিভাগের ফলাফলে এগিয়ে রয়েছে শিবির-সমর্থিত প্যানেল।

ভূগোল ও পরিবেশ বিভাগে ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্যের রিয়াজুল ইসলাম ১০০, ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব ৯১; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৯০, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৪৫; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৯৮, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫।

নৃবিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ১১৮; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৭৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১০২, তানজিল (ছাত্রদল) ১২৬।

- বিজ্ঞাপন -

লোক প্রশাসন বিভাগের ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২২, রাকিব (ছাত্রদল) ১৩২; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল (ছাত্রদল) ৬২; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৩০, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ১০৬।

ফার্মেসী বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৭৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ৫৩; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৮৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ২৬; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৭৮, বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫ ভোট পেয়েছেন।

ফিন্যান্স বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১৩৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ২৩১; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ১৬৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১১৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৬৩, তানজিল (ছাত্রদল) ১৭৮।

অনুজীব বিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৮৭, এ কে এম রাকিব (ছাত্রদল) ৪৬; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ৮৫, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩২; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৮১, তানজিল (ছাত্রদল) ৪০।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৫১, এ কে এম রাকিব (ছাত্রদল) ৩৯; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ৪৬, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১৮; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৪২, তানজিল (ছাত্রদল) ৩০।

সিএসই বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১০৬, এ কে এম রাকিব (ছাত্রদল) ৯৪; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ১১২, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৫৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১০৫, তানজিল (ছাত্রদল) ৮০।

এখন পর্যন্ত প্রকাশিত ৮টি কেন্দ্রের মোট ফলাফল:
ভিপি পদে—রিয়াজুল ইসলাম: ৮০৯ (শিবির), এ কে এম রাকিব: ৮০৪ (ছাত্রদল)।
জিএস পদে—আব্দুল আলিম: ৭৯১ (শিবির), খাদিজাতুল কুবরা: ৪২১ (ছাত্রদল)।
এজিএস পদে—মাসুদ রানা: ৭৯৬ (শিবির), তানজিল: ৬৪৯ (ছাত্রদল)।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button