ছাত্রদল ও ছাত্রলীগ মিলে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে জখম

 

- বিজ্ঞাপন -

স্টাফ রিপোর্টার  :
পটুয়াখালীতে ছাত্রদল কর্মী মনির শুভ ও তার আপন ছোট ভাই ছাত্রলীগ কর্মী হীরার নেতৃত্বে  ইব্রাহিম খলিলউল্লাহ নামের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে। মঙ্গলবার (১১ফেব্রুয়ারী) রাত সোয়া ৯টার দিকে শহরের বনানী এলাকায় এ ঘটনা ঘটে। ইব্রাহিম স্থানীয় সবুজবাগ এলাকার ৬নং লেনের মুজিবর মোল্লার ছেলে ও পটুয়াখালী ভোকেশনাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী।
শহরের সবুজবাগ এলাকার প্রধান মোড়ের একটি সিসিটিভিতে দেখা যায় রাতে ইব্রাহিম একটি ফ্লেক্সিলোডের দোকানে দাঁড়িয়ে ছিল এসময় পিছন থেকে কিছু ছেলেরা এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। তবে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায় কেউ কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন ছেলেরা বলে ওঠে ইব্রাহিমের জন্মদিন। এরপরে তাকে একটি অটোরিকশাতে করে নিয়ে যায়। পরবর্তীতে বনানী এলাকাতে নিয়ে গিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখা হয়। এমন সময় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাফুজুর রহমান বনানী এলাকা থেকে যাওয়ার পথে ইব্রাহিমকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে সেখানকার দায়িত্বরত চিকিৎসক ইব্রাহিমকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে ও বরিশাল থেকে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকাতে পাঠিয়ে দেয়া হয়।
এ বিষয়ে আহত ইব্রাহিম জানায় তাকে মনির তার ভাই হীরা, সাব্বির সহ আরো কয়েকজনে মিলিয়ে কুপিয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাফুজুর রহমান বলেন, আমি ইব্রাহিমকে খুব খারাপ অবস্থায় দেখে তাকে হাসপাতাল নিয়ে যাই। যারা ওকে কুপিয়েছে তাদের সাথে ওর কোন পূর্বশত্রুতা ছিল কি-না তা আমরা জানা নেই।
বিভিন্ন সূত্রে জানা গিয়েছে ঘটনার সাথে জড়িত মনির, হীরা, সাব্বির জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদের কর্মী। দলীয় বিভিন্ন অনুষ্ঠানে জাকারিয়ার সাথেই দেখা যায় তাদের। এমন অসংখ্য ছবি ভিডিও রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
জেলা ছাত্রদলের সদস্য সচিব জাকারিয়া আহমেদের সাথে থাকা তার দলীয় কর্মীদের হাতে স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে রক্তাক্ত করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ঘটনাটি শুনেছি। এটি পূর্বশত্রুতার জেরে ঘটেছে। আর যারা এই ঘটনাটি ঘটিয়েছে তারা ছাত্রদলের কেউ না।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইমতিয়াজ আহমেদ বলেন, আমরা ঘটনাটি শুনে ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়েছি। ভুক্তভোগীর পক্ষ থেকে আমাদের কাছে কোন অভিযোগ আসেনি। তবে আমরা আমাদের আইনগত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি।

আপনার মন্তব্য লিখুন

আরও পড়ুন

Back to top button