For Advertisement
চীনের প্রস্তাবিত ফ্রেন্ডশিপ হাসপাতালের একটি পটুয়াখালীতে নির্মাণের দাবি

চীনের প্রস্তাবিত ফ্রেন্ডশিপ হাসপাতালের একটি সমুদ্র উপকূলীয় জেলা পটুয়াখালীতে নির্মাণের দাবি উঠেছে।
এই বিষয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নী জেনারেল, জাতীয় নাগরিক পাটির যুগ্ম আহবায়ক মোঃ মুজাহিদুল ইসলাম শাহিন আজ বুধবার তার ভেরিফাইড ফেসবুক থেকে একটি পোস্ট দেন। তার এই পোস্টের পর থেকে চীনের প্রস্তাবিত ফ্রেন্ডশিপ হাসপাতালের একটি পটুয়াখালী জেলায় নির্মাণের দাবি জোরালো হতে থাকে।
পরে পটুয়াখালীর ৮ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকারের প্রতি এ দাবি জানিয়েছেন।
সহকারী অ্যাটর্নী জেনারেল মুজাহিদুল ইসলাম শাহিন তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন ‘চীনের প্রস্তাবিত ফ্রেন্ডশিপ হাসপাতালের ১টি পটুয়াখালী জেলায় প্রতিষ্ঠা করার বিষয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।’
এ দাবির প্রতি একমত পোষণ করে বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি অতুল চন্দ্র পাল বলেন, ‘বাংলাদেশর দক্ষিণের সর্ব শেষ জেলা হচ্ছে পটুয়াখালী। এই জেলাটি উপকূলীয় জেলা হিসাবেই দেশে পরিচিত। এখানের ৮০ ভাগ মানুষ কৃষক। তারা কঠিন ও জটিল কোন রোগে আক্রান্ত হলে অর্থ ব্যয় করে ঢাকা গিয়ে ভালো চিকিৎসা নিতে পারেন না। কারো চিকিৎসা করানোর মতো সাধ্য থাকলেও সঠিক সময়ে ঢাকা গিয়ে পৌঁছাতে পারেন না। তাই আমি দক্ষিণের এই গরীব জনগোষ্ঠীর উন্নতমানের স্বাস্থ্য সেবার জন্য চীনের প্রস্তাবিত হাসপাতালের একটি আমাদের জেলায় নির্মাণের জোর দাবি জানাচ্ছি।’
For Advertisement
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Comments: