চাঁদাবাজি–জমি দখলের অভিযোগে অব্যাহতি পেলেন দশমিনা শ্রমিকদলের সহ-সভাপতি

পটুয়াখালীর দশমিনা উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আলী আকবর খানকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (সকাল ১১টা) উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত শ্রমিক দলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

- বিজ্ঞাপন -

অভিযোগ রয়েছে, আলী আকবর খান দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন মানুষের কাছ থেকে চাঁদা আদায় এবং জমি দখলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এ বিষয়ে সাংগঠনিক নিয়ম মেনে আহ্বায়ক অলিউল ইসলাম ও সদস্য সচিব মো. কাওছাল খান রিকোজ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে উপজেলা বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেওয়া হয় যেন তারা আর তার সঙ্গে কোনো সাংগঠনিক কার্যক্রমে যুক্ত না হন।

অভিযোগ প্রসঙ্গে আলী আকবর খান দাবি করেন, “এগুলো সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। কিছু মানুষ ষড়যন্ত্র করে আমাকে বিভ্রান্তিকরভাবে অভিযুক্ত করেছে। কাগজ হাতে পেলে সাংগঠনিকভাবে এর জবাব দেবো।”

অন্যদিকে আহ্বায়ক ও সদস্য সচিবের বক্তব্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী দলে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ বা ভূমিদস্যুর জায়গা নেই। প্রমাণ পাওয়ার পরই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তারা সতর্ক করেন, “যে কেউ তার সঙ্গে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button