চরম ভোগান্তি দুমকিতে পদ্মা ব্যাংকে টাকা তুলতে এসে খালি হাতে ফিরে যাচ্ছে গ্রাহকরা

দুমকিতে পদ্মা ব্যাংকে গ্রাহকের ভোগান্তি চরম আকারে ধারন করেছে। প্রতিনিয়ত গ্রাহকরা জমাকৃত টাকা উত্তোলন করতে এসে টাকা না পেয়ে হতাশ হয়ে চলে যাচ্ছে। চরম অনিশ্চয়তায় ভুগছেন গ্রাহকেরা। এছাড়াও বিশেষ প্রয়োজনে অনেকে জমাকৃত টাকা তুলতে না পেরে খুব সমস্যায় পড়ছে। দ্রুত ব্যাংকটির আর্থিক লেনদেন স্বাভাবিক না হলে চরম ক্ষতির মুখে পড়বে ব্যবসায়ীসহ স্থানীয়রা এমন ধারনা অনেকের।
জানা যায়, উপজেলা সদরে অবস্থিত পদ্মা ব্যাংকের দুমকি শাখায় প্রায় ৪ হাজার গ্রাহক নিয়ে ব্যাংকিং কার্যক্রম চলছিলো।
২০২৪ সালের ৫ আগষ্ট সরকার পতনের পরে অনান্য দুর্বল ব্যাংকের মতো পদ্মা ব্যাংকের স্বাভাবিক লেনদেন প্রায় মুখ থুবরে পড়ে। বিষয়টি গ্রাহকদের মধ্যে জানাজানি হলে স্বাভাবিকভাবে ব্যাংকে টাকা জমা দেয়া বন্ধ করে দেয়। টাকা জমা বন্ধ হওয়ায় গ্রাহকদের জমাকৃত টাকা ফেরত না দিতে পারায় ভোগান্তি আরও বেড়ে যায়। গ্রাহকদের চাহিদা মতো টাকা ফেরত দিতে না পারায় গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশার সৃষ্টি হচ্ছে।
উপজেলার আংগারিয়া ইউনিয়নের বাহেরচর থেকে টাকা তুলতে এসে কান্না জড়িত কন্ঠে
মোঃ জসিম উদ্দিন বলেন, সুবিধা অসুবিধায় টাকা তুলতে পারবো ভেবে প্রায় ৫ লক্ষ টাকা জমা রাখি পদ্মা ব্যাংকে, বর্তমানে আমি খুব অসুস্থ চিকিৎসার জন্য টাকা দরকার তাই টাকা তুলতে আসছি কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ বলছে তারা টাকা দিতে পারবে না।
লেবুখালি থেকে আসা গ্রাহক মোঃ রিপন
বলেন,আমি প্রায় দেড় হাজার টাকা খরচ করে
১০ মাস ঘুরে ২ হাজার টাকা নিয়েছি। অফিসার বলছেন টাকা নেই যখন আসবে তখন দিতে পারবো।
শ্রীরামপুরের গ্রাহক মফিজ গাজী বলেন, আমার প্রতিবন্ধী দুই সন্তানের জন্য কিছু টাকা রেখেছি কিন্তু এখন প্রয়োজনে ব্যাংক টাকা দিতে পারছেনা।
দুমকির পিরতলা বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান বলেন, আমি পদ্মা ব্যাংকে প্রায় কিছু টাকা রাখি, এখন প্রয়োজনের সময় ব্যাংক থেকে টাকা পাচ্ছিনা,এতে খুব ভোগান্তি হচ্ছে।
নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ সহিদুল ইসলাম সরদার বলেন,পদ্মা ব্যাংকে আমার কিছু টাকা আটকে পরে আমার খুব সমস্যা হচ্ছে, তারা টাকা দিতে পারছেনা।
স্থানীয় ব্যবসায়ী আবুল হোসেন বলেন,পদ্মা ব্যাংকে আমার বেশ কিছু টাকা জমা আছে কিন্তু ব্যাংক দিতে না পারায় আমার ব্যবসায় খুব ক্ষতি হচ্ছে।
এব্যাপারে পদ্মা ব্যাংক দুমকি শাখার শাখা ব্যবস্থাপক শাহিনুর আক্তারসহ ব্যাংকটির পাবলিক রিলেশন বিভাগের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো বক্তব্য দিতে রাজি হননি।




আপনার মন্তব্য লিখুন