For Advertisement

ঘুষ ও দুর্ব্যবহারের অভিযোগে সাবেক চিফ হুইপ ফিরোজের কারাগারে ডিভিশন বাতিল

১৮ মে ২০২৫, ১১:৫৭:৩৩

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে গ্রেপ্তার হওয়া সাবেক সংসদ সদস্য (এমপি) ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজের ডিভিশন বাতিল করেছে কারা কর্তৃপক্ষ। অনিয়ম ও অসদাচরণের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে কারা সূত্র নিশ্চিত করেছে।

পটুয়াখালী-২ আসনের সাবেক এই সংসদ সদস্য ১০ম জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ২৩ আগস্ট তাকে গ্রেপ্তার করে পুলিশ। চলমান বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

কারা কর্তৃপক্ষ জানায়, ডিভিশনপ্রাপ্ত বন্দিদের নির্ধারিত সুযোগ-সুবিধার বাইরে অতিরিক্ত দাবি, দুর্ব্যবহার ও ঘুষ প্রদানের মাধ্যমে আরামদায়ক পরিবেশ নিশ্চিতের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আ স ম ফিরোজের ক্ষেত্রেও একই রকম অভিযোগ ওঠায় তার ডিভিশন বাতিল করা হয়েছে।

বর্তমানে তিনি অন্যান্য সাধারণ বন্দিদের সঙ্গে সাধারণ সেলে রয়েছেন। ভিআইপি মর্যাদাপ্রাপ্ত বন্দিদের মধ্যে এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নজিরবিহীন না হলেও, সাম্প্রতিক সময়ে এর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন বলেন, “যারা কারাবিধি লঙ্ঘন করেন, তাদের ক্ষেত্রে আমরা কঠোর। ডিভিশনপ্রাপ্ত হলেও নিয়ম মানতে হবে। অন্যথায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

কারা সূত্র আরও জানায়, বর্তমানে আ স ম ফিরোজ চোর-ডাকাত ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে একই সেলে আছেন এবং সাধারণ বন্দিদের মতোই খাবার ও সুবিধা পাচ্ছেন।

For Advertisement

Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.

Comments: