ঘর নির্মাণে টিন সহায়তা ড. শফিকুল ইসলাম মাসুদের

পটুয়াখালীর বাউফলে একটি অসহায় পরিবারকে ঘর নির্মাণে টিন প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দরিদ্র বাসিন্দা মো. সুলতানকে এ সহায়তা করেন তিনি।
- ড. শফিকুল ইসলাম মাসুদ নিজে উপস্থিত থেকে চার বানে আট ফুট মাপের মোট ৩২টি টিন তুলে দেন মো. সুলতানের হাতে। টিন পেয়ে আবেগাপ্লুত হয়ে সুলতান বলেন, “আমার ঘর একেবারেই বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল। নতুন ঘর তোলার স্বপ্ন দেখছিলাম, কিন্তু সামর্থ্য ছিল না। ড. মাসুদ সাহেব যে সহায়তা দিয়েছেন, তা আমার জন্য অমূল্য। আল্লাহ তাঁকে দীর্ঘ হায়াত দান করুন ও বাউফলবাসীর খেদমত করার তাওফিক দিন।”
টিন হস্তান্তর অনুষ্ঠানে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, ড. শফিকুল ইসলাম মাসুদ দীর্ঘদিন ধরে বাউফলের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন। শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তায় তাঁর অবদান অনেকেই মনে রাখেন কৃতজ্ঞতার সঙ্গে।
ড. মাসুদ বলেন, “এখানকার মানুষের দুঃখ-কষ্ট আমার হৃদয়ে নাড়া দেয়। আমি চেষ্টা করি সামর্থ্য অনুযায়ী পাশে থাকার। আল্লাহ চাইলে ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”
বাউফল উন্নয়ন ফোরামের উদ্যোগে আরও বেশ কিছু পরিবারের জন্য ঘর নির্মাণ সহায়তা দেওয়া হবে বলেও জানান সংশ্লিষ্টরা।
আপনার মন্তব্য লিখুন