গোলখালীতে ইউনিয়ন প্রশাসনের উদ্যোগে কচুরিপানা পরিষ্কার: হরিদেবপুর স্কুলের পাশের পুকুরে প্রশংসনীয় সামাজিক কর্মসূচি

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নে ইউনিয়ন পরিষদের ব্যতিক্রমধর্মী একটি সামাজিক উদ্যোগ বাস্তবায়িত হয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসন মাসুদ-এর নেতৃত্বে এবং মোঃ সালাম (শিক্ষক) এর সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের পাশের একটি ব্যক্তিগত পুকুরে কচুরিপানা পরিষ্কারের কাজ সম্পন্ন করা হয়।
বিদ্যালয়ের ঠিক পাশেই অবস্থিত এই পুকুরটি দীর্ঘদিন ধরে কচুরিপানায় আচ্ছন্ন হয়ে পড়েছিল, যা একদিকে পরিবেশ দূষণ এবং অন্যদিকে শিক্ষার্থীদের চলাফেরায় বাধা তৈরি করছিল। এ অবস্থায় ইউনিয়ন প্রশাসন ও পুকুর মালিকদের সমন্বয়ে স্থানীয়ভাবে উদ্যোগ নিয়ে বিদ্যালয়ের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়।
মাসুদ বলেন, “শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা আমাদের সামাজিক দায়িত্ব। ছোট ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সূচনা করতে পারে।”
এই কর্মকাণ্ডের মাধ্যমে স্কুলের চারপাশে স্বাস্থ্যকর ও মনোরম পরিবেশ ফিরে আসে বলে জানিয়েছেন শিক্ষক ও স্থানীয় অভিভাবকরা। তারা বলেন, প্রশাসনের এ ধরনের জনগণের পাশে থাকা উদ্যোগে আমরা অনুপ্রাণিত এবং কৃতজ্ঞ।
আপনার মন্তব্য লিখুন