গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, এএসপি প্রত্যাহার

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশে জুলাই বিপ্লবীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে ফেসবুকে পোস্ট দিয়েছেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোশফেকুর রহমান। এ ঘটনায় গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে এ ঘটনায় এএসপি মোশফেকুর রহমান প্রত্যাহার করা হয়।

- বিজ্ঞাপন -

বুধবার (১৬ জুলাই) রাত সাড়ে আটটায় তাকে গ্রেপ্তারের দাবিতে দিনাজপুরের পুলিশ সুপার কার্যালয়ের সামনে প্রধান ফটকে বিক্ষোভ করে বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক মোশফেকুর রহমানের নিজস্ব ফেসবুক আইডি থেকে গোপালগঞ্জে এনসিপির সভায় বিপ্লবীদের ওপর হামলার ঘটনায় ট্রল করে একটি পোস্ট দেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন ‘ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি’।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button