গোপনে ঢাকায় জমায়েতের চেষ্টা করছে আওয়ামী লীগ, গোয়েন্দা সংস্থার তথ্য

আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন বলে গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে উঠে এসেছে। ধারণা করা হচ্ছে, তারা রাজধানীতে অস্থিরতা তৈরি এবং শেখ হাসিনাকে ফেরানোর দাবিতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন।

- বিজ্ঞাপন -

এ অবস্থায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সরকার পতনের পর চট্টগ্রামে সহিংসতা, হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকাণ্ড বেড়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। গত ৫ আগস্ট সরকারের পতনের পর রাজনৈতিক শূন্যতা ও পুলিশের দুর্বলতার সুযোগে এসব ঘটনা ঘটছে বলে মনে করা হচ্ছে।

একটি গোপন রিপোর্টে বলা হয়, এক সপ্তাহের মধ্যে ঢাকায় শক্তি প্রদর্শনের জন্য নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। চট্টগ্রামের সব থানায় সন্দেহভাজনদের গতিবিধি নজরদারি, মোবাইল ট্র্যাকিং, চেকপোস্ট বসানো, যোগাযোগমাধ্যম মনিটরিংসহ ৮ দফা নির্দেশনা পাঠানো হয়েছে।

পুলিশ বলছে, তারা এখন আগের চেয়ে বেশি সতর্ক এবং কোনো ধরনের বিশৃঙ্খলা রোধে সক্রিয় রয়েছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button