জানা গেছে, সম্প্রতি আল–উলার বিখ্যাত এলিফ্যান্ট রক বা জাবাল আল–ফিলের সামনে পাশ্চাত্য সুরে রাতভর চলেছে গান, নাচ ও আলোক আয়োজন। এতে অংশ নেন দেশি–বিদেশি তরুণ-তরুণীরা। অনুষ্ঠানের ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যবহারকারীদের অনেকে ক্ষোভ প্রকাশ করেন।
এদিকে, গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে প্রতিদিন ধ্বংস হচ্ছে ঘরবাড়ি, হাসপাতাল ও মসজিদ। একমুঠো খাবার ও পানির জন্য হাহাকার করছে শিশু ও নারীসহ সাধারণ মানুষ। চিকিৎসা ও আশ্রয়ের অভাবে মানবেতর জীবন যাপন করছেন ফিলিস্তিনিরা।
এর মধ্যে আরব দেশগুলোর উদাসীনতা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যখন বাংলাদেশসহ বহু দেশে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে, তখন মধ্যপ্রাচ্যের অনেক দেশেই চলছে উৎসব-আয়োজন।
Comments: