গলাচিপায় রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দড়ি বাহেরচর এলাকায় দীর্ঘদিনের কাঁচা রাস্তা পাকা করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার সকালে দড়ি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার সাধারণ মানুষ, স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও সচেতন নাগরিক সমাজ। তারা বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি কাঁচা থাকার ফলে বর্ষা মৌসুমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষার্থীদের যাতায়াতে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়, যার ফলে শিক্ষার প্রতি অনাগ্রহ বাড়ছে এবং অনেকেই ঝরে পড়ছে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা বছরের পর বছর ধরে অবহেলিত। আমাদের সন্তানদের স্কুলে পাঠাতে হলে কোমর পর্যন্ত কাদা মাড়িয়ে যেতে হয়। রাস্তাটি যদি আমখোলা স্লুইস গেট থেকে পাকা করা হয়, তাহলে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারব।”
সচেতন নাগরিকদের পক্ষ থেকে এক প্রতিনিধি বলেন, “এই রাস্তাটি আমাদের এলাকার প্রধান সংযোগ সড়ক। এটি পাকা হলে শুধু শিক্ষার উন্নয়ন নয়, এলাকার সার্বিক অর্থনৈতিক অগ্রগতিও সম্ভব। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত এই রাস্তাটি পাকাকরণ করা হোক।”
দড়ি বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, “প্রতিদিনই অনেক শিক্ষার্থী খারাপ রাস্তার কারণে স্কুলে আসতে পারে না। এতে তাদের শিক্ষা জীবন ব্যাহত হচ্ছে। আমরা শিক্ষক, শিক্ষার্থী সবাই চাই, রাস্তাটি দ্রুত সংস্কার ও পাকাকরণ করা হোক।”
এলাকার শিশু-কিশোর ও যুব সমাজও মানববন্ধনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তারা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের ন্যায্য দাবি তুলে ধরেন।
স্থানীয়দের আশা, মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকৃষ্ট হবে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করে দুঃখ-কষ্টের অবসান ঘটাবে।
আপনার মন্তব্য লিখুন