গলাচিপায় দেশীয় মদের দোকানের সাইনবোর্ড ভাইরাল, উদ্বেগ স্থানীয়দের

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় একটি দেশীয় মদের দোকানের সাইনবোর্ড সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই দোকানটি বন্ধের দাবি তুলেছেন।

- বিজ্ঞাপন -

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, দোকানের নাম ‘দেশী মদের দোকান’। সাইনবোর্ডে লাইসেন্সধারীর নাম হিসেবে লেখা আছে ধীরেন চন্দ্র সাহা। লাইসেন্স নম্বর ৪/৮১৮২। নিচে উল্লেখ আছে—‘প্রতি শুক্রবার বন্ধ’।

স্থানীয় বাসিন্দা অপূর্ব হোসেন বলেন, ‘এ ধরনের দোকান এলাকায় সামাজিক অবক্ষয়ের কারণ হতে পারে। তরুণেরা এতে প্রভাবিত হতে পারে। আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দেখুক।’

স্থানীয় বাসিন্দা শাহ জাহান মিয়া বলেন, ‘এই ধরনের দোকান আমাদের এলাকার যুবসমাজের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।’

পটুয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি সূত্র জানিয়েছে, দেশে মদের দোকান পরিচালনার জন্য লাইসেন্স পেতে নির্দিষ্ট নীতিমালা ও অনুমোদনের প্রক্রিয়া রয়েছে। তবে কোনো দোকান জনসাধারণের বিরূপ প্রতিক্রিয়ার কারণ হলে তা পর্যালোচনার আওতায় আসতে পারে।

- বিজ্ঞাপন -

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান জানান, ‘বিষয়টি আমরা খতিয়ে দেখছি। লাইসেন্স বৈধ কি না, তা যাচাই করা হবে। জনস্বার্থবিরোধী কিছু পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয় সমাজকর্মীরা বলছেন, এমন দোকান একটি এলাকায় সামাজিক অবক্ষয়ের ঝুঁকি বাড়ায়। তাঁরা দ্রুত দোকানটি বন্ধের দাবি জানিয়েছেন।

##
সিকদার জাবির হোসেন, পটুয়াখালী।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button