গলাচিপায় ছাত্র শিবিরের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

 

- বিজ্ঞাপন -

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালীর গলাচিপা উপজেলা ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টায় গলাচিপা সরকারি কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা ছাত্র শিবিরের সভাপতি কাজী খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সাবেক আমির ও পটুয়াখালী-৩ আসনের জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মু. শাহ আলম।

প্রধান বক্তা ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সভাপতি মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও জামায়াতে ইসলামীর জেলা সদস্য অধ্যাপক ইয়াহিয়া খান, সাবেক সভাপতি মো. মান্নান ও গলাচিপা উপজেলা ছাত্র শিবিরের বাইতুলমাল সম্পাদক সিফাতুল্লাহ নাঈম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মু. শাহ আলম বলেন, “আমাদের দেশে অসংখ্য মেধাবী শিক্ষার্থীর জন্ম হলেও তাদের যথাযথ গবেষণার সুযোগ নেই। চিকিৎসা বিজ্ঞানের উদাহরণ টেনে তিনি বলেন, বিশ্বে যেখানে এক ডোজে এন্টিবায়োটিক প্রয়োগের গবেষণা চলছে, সেখানে আমাদের দেশের চিকিৎসকরা গবেষণায় নয়, চেম্বারে ব্যস্ত। নতুন প্রজন্মের এই কৃতি শিক্ষার্থীদের গবেষণায় এগিয়ে আসতে হবে। তাদের হাত ধরেই গড়ে উঠবে দেশের সমৃদ্ধ ভবিষ্যৎ।”

- বিজ্ঞাপন -

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন সংবর্ধনার আয়োজন অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button