গলাচিপায় ছাত্রশিবিরের উদ্যোগে ফিলিস্তিনের পক্ষে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ফিলিস্তিনি মুসলিমদের ওপর চলমান গণহত্যা ও বর্বরতার প্রতিবাদে গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে গলাচিপা সরকারি কলেজের সম্মুখে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

- বিজ্ঞাপন -

মিছিলে গলাচিপা এনজেট মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীরা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্ররা অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাওহিদ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা এইচআরডি অফিস সম্পাদক মো: শাহজালাল ইসলাম এবং সরকারি কলেজ শাখা সভাপতি মো: রফিকুল ইসলাম।

বক্তারা ফিলিস্তিনে চলমান গণহত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা এবং মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button