গলাচিপায় গণ-অধিকার পরিষদের বর্ধিত কমিটির পরিচিতি সভা

মু: জহিরুল ইসলাম চয়ন

- বিজ্ঞাপন -

গণ অধিকার পরিষদ গলাচিপা উপজেলার কমিটির আয়োজনে-বৃহস্পতিবার বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে-গণ অধিকার পরিষদের বর্ধিত কমিটির নেতাকর্মী ও সদস্যদের নিয়ে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

পরিচিতি সভায়-প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বাংলাদেশের আইকন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি এবং গণ-অধিকার পরিষদের বিপ্লবী সভাপতি-গলাচিপা দশমিনা নির্বাচনী এলাকার কৃতি সন্তান জননেতা নুরুল হক নুর।
তিনি পরিচিতি সভায় বলেন, দলের কার্যক্রম এবং গণঅধিকারের বিধি-বিধান সহ আগামী বাংলাদেশ বি-নির্মানে- এবং জনমানুষের কল্যাণে-অন্যায়-অবিচার ও সকল প্রকার বৈষম্য দূর করার ক্ষেত্রে সততা নিষ্ঠা এবং দলের আদর্শকে তৃণমূল পর্যায়ে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
পরিচিতি সভায় সভাপতিত্ব করেন গণঅধিকারের গলাচিপা উপজেলার আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান, জেলা গন অধিকার পরিষদের নেতা মোঃ শাহ আলম শিকদার, উপজেলা কমিটির সদস্য সচিব মোঃ জাকির মুন্সি সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি সম্পাদকসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button