গলাচিপায় খোকন দাস নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর গলাচিপায় নিজের দোকান থেকে খোকন দাস নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে গলাচিপা পৌরসভার হাসপাতাল রোডের দাসবাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, খোকন দাস দীর্ঘদিন ধরে ঐ এলাকায় ব্যবসা করে আসছিলেন।

- বিজ্ঞাপন -

সারাদিন নিখোঁজ থাকার পর রাত আনুমানিক ১১টার দিকে খোকনের চাচাতো ভাই গোপাল দাস তার দোকানে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান।

খবর পেয়ে গলাচিপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।

খোকন দাসের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button