গলাচিপায় ইসলামী যুব আন্দোলনের নবাগত সদস্য সম্মেলন

দেশের স্বার্থে কড়া হুশিয়ারি দিলেন মুফতী আবুবকর সিদ্দিক।
পটুয়াখালী-০৩ (গলাচিপা–দশমিনা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক হাফেজ মাওলানা মুফতী আবুবকর সিদ্দিক বলেছেন,
দেশের ভবিষ্যৎ সুরক্ষায় সচেতনতা জরুরি—যে কোনো অন্যায়, দুর্নীতি ও স্বার্থবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে যুবসমাজকে সোচ্চার হতে হবে।
তিনি দেশের স্বার্থ রক্ষায় উপস্থিত নেতাকর্মীদের প্রতি কঠোর হুশিয়ারিও উচ্চারণ করেন।
১৫ নভেম্বর ২০২৫, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত নবাগত সদস্য সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাজী মোসাদ্দেক বিল্লাহ রুমী, সাধারণ সম্পাদক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা। তিনি নবাগত সদস্যদের সাংগঠনিক দায়িত্ব, শৃঙ্খলা এবং নৈতিক সমাজ গঠনে ভূমিকা তুলে ধরেন।
সম্মেলনে আরও বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ আখতারুজ্জামান, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, গলাচিপা উপজেলা।
নবাগত সদস্যদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে, যেখানে সাংগঠনিক দিকনির্দেশনা, বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, নতুন সদস্যদের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও সক্রিয় ভূমিকা রাখবে।




আপনার মন্তব্য লিখুন