কুয়াকাটা ২০ শয্যার হাসপাতাল চিকিৎসক শূন্য

কুয়াকাটা ২০ শয্যার হাসপাতাল আবারও চিকিৎসক শূন্য হয়ে পড়েছে। সর্বশেষ কর্মরত থাকা চিকিৎসক ডা. সুপ্রিয়া দাস ১৭ সেপ্টেম্বর বদলিজনিত কারণে অন্যত্র চলে যাওয়ায় এখন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম প্রায় বন্ধ।
জানা গেছে, এই হাসপাতালে চারজন জুনিয়র কনসালটেন্ট, একজন আবাসিক মেডিকেল অফিসার ও একজন মেডিকেল অফিসারসহ ছয় জন চিকিৎসকের পদ থাকলেও এখানে বর্তমানে কোন চিকিসক কর্মরত নেই। সিনিয়র স্টাফ নার্স কর্মরত রয়েছে পাঁচ জন। এছাড়া একজন ওয়ার্ড বয়, একজন ল্যাবরেটরী এটেনডেন্ট, একজন আয়া, একজন অফিস সহায়ক, একজন কুক, একজন পরিচ্ছন্নতা কর্মী কাগজপত্রে কর্মরত রয়েছে। এর মধ্যে আবার একজন ওয়ার্ড বয় প্রেষণে কলাপাড়ায় আর ল্যাবরেটরি এটেনডেন্ট প্রেষণে সিভিল সার্জন অফিস পটুয়াখালীতে কর্মরত রয়েছেন। চিকিৎসকসহ এই হাসপাতালটিতে মোট ১৭ জন পদায়ন করার কথা থাকলেও ১২টি পদ খালি রয়েছে। ফলে হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।
হাসপাতালটিতে ছয়জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে কেউ কর্মরত নেই। কাগজে-কলমে ১৭টি পদ থাকলেও ১২টি শূন্য। জরুরি বিভাগ ও বহির্বিভাগ সীমিত আকারে একজন উপসহকারী মেডিকেল অফিসারের মাধ্যমে চলছে।

- বিজ্ঞাপন -

২০১২ সালে হাসপাতালটির আনুষ্ঠানিক উদ্বোধনের পর থেকে কখনো পূর্ণাঙ্গ চিকিৎসক পদায়ন হয়নি। স্থানীয়রা অভিযোগ করছেন, পর্যটনকেন্দ্র কুয়াকাটায় চিকিৎসাসেবা নিশ্চিতে সরকার এখনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার দ্রুত পর্যাপ্ত চিকিৎসক পদায়নের দাবি জানিয়েছেন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী জানিয়েছেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button