কুয়াকাটা সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে সামাদ সিদ্দিকী (১৮) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বুধবার (৬ আগস্ট) সকাল সাড়ে এগারোটার সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।

- বিজ্ঞাপন -

স্থানীয় সূত্রে জানা যায় সকাল সাড়ে ১১ টার দিকে কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিম পাশে বন্ধুদের সাথে গোসল করতে নেমে তিনজন ঢেউয়ের তোড়ে ভেসে যাচ্ছিলেন। এসময় স্থানীয়রা দু’জনকে উদ্ধার করলেও পারভেজ নামের ওই পর্যটক ঢেউয়ে ভেসে যান।

পুলিশ সূত্রে জানা যায় গতকাল খুলনা থেকে সাত বন্ধু মিলে ভ্রমণের উদ্দেশ্যে কুয়াকাটা এসে আজ সকালে সমুদ্র সৈকত এলাকার জিরো পয়েন্টের পশ্চিম পাশে গোসলে নামেন। হঠাৎ তিনজন ঢেউয়ের কবলে পড়ে গভীর সমুদ্রে চলে যান দুজনকে তাৎক্ষণিক স্থানীয়রা উদ্ধার করেন বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে কলাপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসেছি। টুরিস্ট পুলিশ নৌ পুলিশ ও স্থানীয়দের সাথে নিয়ে নিখোঁজ পর্যটককে উদ্ধারের জন্য কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি পটুয়াখালী থেকে ডুবুরি টিমের সদস্যর ইতিমধ্যে খোঁজার কাজে অংশ নেওয়ার জন্য রওয়ানা দিয়েছেন।

এ বিষয়ে কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, নিখোঁজ পর্যটককে উদ্ধারের চেষ্টা চলমান রয়েছে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌ- পুলিশের সদস্যরাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button