কুয়াকাটা টার্মিনালে গাঁজা সেবন: দুই ব্যক্তির ২১ দিনের কারাদণ্ড

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার অধীনে গাঁজা সেবনের অভিযোগে কুয়াকাটা টার্মিনাল এলাকা থেকে দুই ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের ২১ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, সাগর পাটোয়ারী (৩৬)
ফারুক হাওলাদার (৩৮)মঙ্গলবার (১৮ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
আদালত সূত্রে জানা যায়, কুয়াকাটা টার্মিনাল এলাকায় গাঁজা সেবনের সময় স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করা হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে, যেখানে প্রমাণের ভিত্তিতে দণ্ড প্রদান করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক বলেন,কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান চলছে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইন প্রয়োগের মাধ্যমে সমাজকে মাদকমুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি আরও বলেন,মাদক সমাজ ও পরিবার ধ্বংস করে। তাই সবাইকে সচেতন হতে হবে এবং মাদক সেবন বা ব্যবসার সঙ্গে জড়িত কাউকে দেখলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে।
অভিযানে মহিপুর থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।




আপনার মন্তব্য লিখুন