কুয়াকাটায় শিক্ষার্থীদের নিয়ে ট্যুরিস্ট পুলিশের জনসচেতনতামূলক সভা

 

- বিজ্ঞাপন -

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী):
পটুয়াখালীর কুয়াকাটায় ট্যুরিস্ট পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ১১টায় কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ, কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান। সভার সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নাজমুল আহসান ও পুলিশ পরিদর্শক মো. আহাদুজ্জামান শেখ।

এসময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক আলহাজ্ব মাওলানা মাঈনুল ইসলাম মান্না, জামাল হোসেন, নিতাই চন্দ্র রায়, নিজামউদ্দিন, মুকুল হায়দার, শামিম মিয়াসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

সভায় বক্তারা ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি কুয়াকাটাকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন শহর হিসেবে গড়ে তোলার সম্ভাবনা, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া পর্যটন বিকাশে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের করণীয়-বর্জনীয় বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button