কুয়াকাটায় ভেসে আসলো ৩৫ কেজি ওজনের একটি মৃত কচ্ছপ

কুয়াকাটা সৈকতের লেম্বুর চরে একটি মৃত কচ্ছপ ভেসে এসেছে। এক পর্যটক রবিবার (৬ এপ্রিল) বিকেলে বড় সাইজের এই কচ্ছপটি দেখতে পেয়ে জেলেদের অবহিত করেন। কচ্ছপটির শরীরে জালের ক্ষত দাগ দেখা গেছে। স্থানীয় জেলেদের ধারণা জালে আটকা পড়ে কচ্ছপটি মারা গেছে।

- বিজ্ঞাপন -

কচ্ছপটির ওজন প্রায় ৩৫ কেজি হবে বলে স্থানীয় জেলেদের ধারণা।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, এ কচ্ছপটি সামুদ্রিক সরীসৃপ চেলোনিডি পরিবারের অন্তর্গত। এর চামড়া সাধারণত হলুদ থেকে বাদামি রঙের থাকে। খোসা লালচে বাদামি। এ কচ্ছপ প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত লিঙ্গের বাহ্যিক কোন পার্থক্য দেখা যায় না।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button