কুয়াকাটায় বেড়াতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করলেন রাঙামাটির নিত্য দাশ

পটুয়াখালীর কুয়াকাটায় ঘুরতে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রাঙামাটির বাসিন্দা নিত্য দাশ। রোববার (২৯ জুন) আসরের নামাজের পর কুয়াকাটা বায়তুল আরস জামে মসজিদে খতিব আলহাজ্ব মাওলানা মাইনুল ইসলাম মান্নান-এর কাছে কালেমা পাঠের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

- বিজ্ঞাপন -

ধর্মান্তরিত হওয়ার পর নতুন নাম হিসেবে মো. আবদুর রহমান কুরাইশি গ্রহণ করেন তিনি।

ধর্ম গ্রহণের আগে তিনি স্বজ্ঞানে, আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পটুয়াখালী বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিট সম্পন্ন করেন।
সেখানে তিনি উল্লেখ করেন“আমি প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং বাংলাদেশি নাগরিক। তাই স্বজ্ঞানে ও স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করছি। ছোটবেলা থেকেই মুসলিম বন্ধুদের সঙ্গে চলাফেরা এবং ইসলাম ধর্মের প্রতি আগ্রহ থেকে বিভিন্ন ধর্মীয় পুস্তক অধ্যয়ন করি। ইসলাম সম্পর্কে জানার পর বুঝেছি এটাই একমাত্র শান্তির ধর্ম।

”তিনি আরও বলেন “আমি হযরত মুহাম্মদ (সা.)-কে আল্লাহর প্রেরিত রাসুল হিসেবে বিশ্বাস করি এবং ইসলামের বিধিবিধান মেনে চলার অঙ্গীকার করছি। আমার পূর্বের নাম ‘নিত্য দাশ’ পরিবর্তন করে বর্তমান নাম ‘মো. আবদুর রহমান কুরাইশি’ হিসেবে গ্রহণ করেছি, যা আমার জাতীয় পরিচয়পত্র ও শিক্ষাসনদপত্রেও সংশোধনের জন্য আবেদন করবো।”জানা গেছে, আবদুর রহমান কুরাইশির পিতার নাম জ্যোতিষ দাশ, মাতার নাম জয়তারা দাশ। তিনি রাঙামাটি সদর উপজেলার নতুন জালিয়াপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
ইসলাম ধর্ম গ্রহণের সময় মসজিদে উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রফিকুল ইসলাম। তিনি তাৎক্ষণিকভাবে আবদুর রহমানের দায়িত্ব গ্রহণ করেন এবং কর্মসংস্থানের সুযোগ না হওয়া পর্যন্ত তার থাকা-খাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থার দায়িত্ব নিজে বহন করার প্রতিশ্রুতি দেন।

এই ঘটনাটি স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ধর্মান্তরিত ব্যক্তি ইসলাম সম্পর্কে দীর্ঘদিন অধ্যয়ন করে এবং পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে নিজ সিদ্ধান্তে ধর্ম গ্রহণ করেছেন এমনটি তিনি নিজেই উল্লেখ করেছেন তার ঘোষণাপত্রে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button