For Advertisement
কুয়াকাটায় পর্যটকদের নিরাপত্তা নিয়ে স্টেকহোল্ডারদের সঙ্গে ট্যুরিস্ট পুলিশের মতবিনিময়

আবুল হোসেন রাজু: পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকদের উন্নত সেবা আর নিরাপত্তা বৃদ্ধিতে স্টেল হোল্ডার আর পর্যটন কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেছেন ট্যুরিস্ট পুলিশ। বুধবার (১৬মার্চ) হোটেল খান প্যালেসের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্বে করেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ অনির্বান চাকমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, খুলনা -বরিশাল বিভাগের অতিরিক্ত ডিআইজি ইকবাল হেডকোয়ার্টাস।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন হাবিবুর রহমান সহকারী পুলিশ সুপার কুয়াকাটা জোন। এম এ মান্নান চৌধুরী সহ-সভাপতি হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন। হোসাইন আমির সাধারণ সম্পাদক কুয়াকাটা প্রেসক্লাব। কাজী সাঈদ সভাপতি টেলিভিশন সাংবাদিক ফোরাম। জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) কলিম মাহমুদ সভাপতি খাবার রেস্তোরাঁ মালিক সমিতি। রাসেল খান এমডি খান প্লেস, কে এম বাচ্চু সভাপতি ট্যুর গাইড। জাহাঙ্গীর মোল্লা এমডি হোটেল লাইট হাউস।
পর্যটকদের সেবা বৃদ্ধি সহ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় বিষয় মতামত তুলে ধরেন বিভিন্ন স্টেক হোল্ডার প্রতিনিধিগন।
উপস্থিত বিশেষ অতিথিগন কুয়াকাটা উন্নয়নের স্বার্থে এবং পর্যটকদের সর্বোচ্চ সেবা দিতে ট্যুরিস্ট পুলিশকে সহযোগিতা করার আশ্বাস দেন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধান অতিথি।
সভায় প্রধান অতিথি বলেন,সকল সমস্যাগুলো সবাইকে নিয়ে সমাধান করা হবে। পাশাপাশি সকলে স্ব স্ব স্থান থেকে পর্যটকদের নিরাপত্তা ও সেবা বৃদ্ধিতে কাজ করার জন্য আহবান জানান। সভা পরিচালনা ও সঞ্চালনা করেন ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক শকওয়াত হোসেন তপু।
Unauthorized use of news, image, information, etc published by দৈনিক আমাদের পটুয়াখালী is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.
Latest
For Advertisement
Developed by RL IT BD
Comments: