কুয়াকাটায় পরিচ্ছন্নতা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিতকরণে রেস্তোরাঁ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা

পরিচ্ছন্নতা, শৃঙ্খলা ও পর্যটকবান্ধব সেবা নিশ্চিত করতে কুয়াকাটায় রেস্তোরাঁ কর্মীদের দক্ষতা বৃদ্ধিমূলক একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে কুয়াকাটা পৌরসভা মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করে কুয়াকাটা পৌরসভা।
কর্মশালায় কুয়াকাটার বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁর ব্যবস্থাপক, বাবুর্চি, ওয়েটারসহ সেবা খাতের শতাধিক কর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও কুয়াকাটা পৌরসভার পোশাক ইয়াসিন সাদেক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনাল কান্তি দেবনাথ সেনেটারি ইন্সপেক্টর কলাপাড়া,
সভাপতিত্ব করেন পৌর সচিব মোঃ হুমায়ুন কবির, কর্মশালা পরিচালনা করেন সিকদার রিসোর্টের জেনারেল ম্যানেজার আনোয়ারুল আজিম,এসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার সিকদার রিসোর্টের ফয়সাল আহমেদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, খাবার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি কলিম মাহমুদ, সাধারণ সম্পাদক রেজাউল করিম,
বক্তারা বলেন, কুয়াকাটা বাংলাদেশের একটি অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য। এখানকার পর্যটকবান্ধব পরিবেশ বজায় রাখতে হলে রেস্তোরাঁ ও হোটেলগুলোর পরিচ্ছন্নতা, খাদ্যের মান ও কর্মীদের আচরণ উন্নত করা অত্যন্ত জরুরি। এই কর্মশালা কর্মীদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে পরিচ্ছন্নতা সামগ্রী ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
বক্তারা আরও বলেন, পর্যটকদের সন্তুষ্টিই কুয়াকাটার পর্যটন শিল্পের সাফল্যের চাবিকাঠি। তাই সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে, যাতে কুয়াকাটায় আগত দেশি-বিদেশি পর্যটকরা সেবায় সন্তুষ্ট হয়ে ফিরে যান।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button