কুয়াকাটায় নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংস

আবুল হোসেন রাজু

কুয়াকাটায় অভিযান চালিয়ে ৩টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) কুয়াকাটার নবীনপুর ও কচ্ছপখালি খালে এ অভিযান পরিচালিত হয়।

- বিজ্ঞাপন -

জব্দ করা অবৈধ জালগুলো কলাপাড়া উপজেলা নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুয়াকাটা পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেকের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮০ হাজার টাকা।

পৌর প্রশাসক মো. ইয়াসিন সাদেক জানান, “আমরা মোট ২০টি অবৈধ চায়না দুয়ারি জাল সনাক্ত করেছি। আজ ৩টি জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে। বাকিগুলোও ধাপে ধাপে জব্দ করা হবে। দেশীয় মাছ রক্ষায় এসব জাল বিক্রি ও ব্যবহার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।”

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) আহ্বায়ক কে এম বাচ্চু বলেন, “উপকূলীয় জীববৈচিত্র্য রক্ষায় আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। কুয়াকাটার নবীনপুর খালে দীর্ঘদিন ধরে অবৈধ চায়না দুয়ারি ও আটম জাল ব্যবহার করা হচ্ছে, যা শুধু মাছ ও জলজ প্রাণীর ক্ষতি করে না, বরং পোনা ও ছোট মাছ ধ্বংসের মাধ্যমে প্রজনন চক্র ব্যাহত করে। এতে মাটি ও জলবায়ু ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। আমরা এ ধরনের জাল ব্যবহার বন্ধে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম চালিয়ে যাব।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “আটম জাল ও চায়না দুয়ারি জাল মূলত ছোট মাছ ও পোনা ধরার জন্য ব্যবহৃত হলেও, এটি অত্যন্ত ক্ষতিকর। এর সূক্ষ্ম জালে মাছের ডিম, রেণু পোনা ও ছোট মাছ ধরা পড়ে, ফলে মাছের প্রজনন চক্র ব্যাহত হয় এবং দেশীয় মাছের সংখ্যা হ্রাস পায়।”

- বিজ্ঞাপন -

পৌর প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অবৈধ জাল ব্যবহার রোধে নিয়মিত অভিযান চলবে।

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button