কুয়াকাটায় জেলের জালে ধরা ২৪ কেজির কোরাল, বিক্রি হলো ৩৬ হাজারে

 

- বিজ্ঞাপন -

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী): বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বিশাল এক কোরাল মাছ। সোমবার সকালে আল আমিন নামে এক জেলের জালে ধরা পড়ে এ মাছ। পরে কুয়াকাটা মৎস্যবাজারে ৩৬ হাজার টাকায় তা বিক্রি করা হয়।

জেলে আল আমিন জানান, প্রতিদিনের মতো সাগরে জাল ফেলেন তিনি। হঠাৎ জাল টানতে গিয়ে অনুভব করেন বড় কোনো মাছ আটকা পড়েছে। কিছু পরেই জাল উঠিয়ে দেখা যায় বিশালাকৃতির কোরাল মাছ।

পরে মাছটি বিক্রির জন্য কুয়াকাটা মৎস্যবাজারে আনা হলে স্থানীয় ব্যবসায়ী মো. বশির গাজী ১,৫০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার টাকায় ক্রয় করেন। তবে তিনি বলেন, মাছটি আসলে ১,৬০০ টাকা কেজি দরে কিনেছেন এবং তা ইতোমধ্যেই ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে দেড় থেকে ১,৭০০ টাকা কেজি দরে বিক্রির আশা করছেন তিনি।

উপকূলীয় অঞ্চলে সম্প্রতি জেলেদের জালে একের পর এক বড় আকৃতির সামুদ্রিক মাছ ধরা পড়ায় বাজারে প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button