কুয়াকাটায় গাঁজা সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকার একটি গলিতে গাঁজা সেবনের অভিযোগে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার(৯জানুয়ারি)রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে প্রত্যেককে অতিরিক্ত ৩ দিন বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন আরমান (২৫), হাসান (১৯), মো. হানিফ (৪৫) ও মো. মারুফ হাওলাদার (২০)।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পটুয়াখালী কার্যালয়ের একটি টিম সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট কলাপাড়া উপজেলা সহকারী কমিশন (ভূমি)ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসিন সাদেক বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং মাদক সংশ্লিষ্ট যেকোনো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button