কুয়াকাটায় গাঁজা পরিবহনের অপরাধে এক ব্যক্তির কারাদণ্ড

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী) : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর টোল ব্রিজ এলাকায় গাঁজা পরিবহনের অপরাধে গাজী সায়েম মেহেদী (৩২) নামে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৪৫ মিনিটের দিকে মহিপুর থানার চৌকস পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গাজী সায়েম মেহেদী কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা।
মহিপুর থানা পুলিশ জানায়, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অভিযানটি পরিচালনা করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন ধারাবাহিক অভিযানে এলাকায় মাদক প্রতিরোধে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে আশা স্থানীয়দের।

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button