কুয়াকাটায় ঐতিহ্যবাহী রাস মেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত।

আবুল হোসেন রাজু, কুয়াকাটা (পটুয়াখালী): পটুয়াখালীর কুয়াকাটায় আসন্ন ঐতিহ্যবাহী তিন দিনব্যাপী রাস উৎসব ও মেলা সফলভাবে উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় সাগরপাড়ে অবস্থিত কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রম প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটি ও কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের সভাপতি এডভোকেট কাজল বরন দাস।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট সঞ্জয় খাসকেল, সাধারণ সম্পাদক, পটুয়াখালী জেলা পূজা উদযাপন কমিটি; ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডল, সাধারণ সম্পাদক, কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, প্রতি বছরই শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমের আয়োজনে ঐতিহ্যবাহী শ্রীকৃষ্ণের রাস উৎসব ও রাসমেলা উৎসবমুখর পরিবেশে পালিত হয়। এ বছরও আগামী ৪ নভেম্বর থেকে রাসমেলা ও রাস উৎসব শুরু হবে।
সভায় রাস মেলা উপলক্ষে নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান, দর্শনার্থীদের সেবা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রতি বছরই কুয়াকাটার নীল সমুদ্রজলে গঙ্গাস্নান উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, সন্ন্যাসী, রাসভক্ত ও হাজারো দর্শনার্থীর আগমন ঘটে, যা কুয়াকাটার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে তোলে।###
আবুল হোসেন রাজু কুয়াকাটা পটুয়াখালী

- বিজ্ঞাপন -

আপনার মন্তব্য লিখুন

- Google -

আরও পড়ুন

Back to top button